চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণহানি-১ আহত-৩ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 January 2025

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণহানি-১ আহত-৩

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় সিএনজি অটোরিকশা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত জন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (৩১) আজ সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশ বড়পাড়া এলাকার বাসিন্দা মোঃ বখতিয়ার উদ্দীন জানিয়েছেন যে, আজ সকালে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ থেকে যাত্রী নিয়ে সাতকানিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি দোহাজারী বিওসি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোহাম্মদ নাঈম (৩১) সিএনজি চালক জুয়েল (৩০)-কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাঈমকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। গুরুতর আহত সিএনজি চালক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সিএনজিতে থাকা অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করায় তাদের পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস সিএনজি অটোরিকশা জব্দ করেছে। ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages