কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজারে অবৈধভাবে দখল করা জায়গা উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণের জন্য প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে কলেজ বাজারের নির্ধারিত স্থানটি আটটি অবৈধ দোকানের মাধ্যমে দখল করে রাখা হয়েছিল। স্থানীয় জনগণ এবং বাজার কমিটির আবেদনের ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ পাবলিক টয়লেট প্রকল্পের অংশ হিসেবে এলজিইডি কর্তৃক এই স্থানটি চিহ্নিত করা হয়।
২০২৪ সালের ২ মে, চট্টগ্রাম জেলা এলজিইডি নন-মিউনিসিপ্যাল প্রকল্পের অধীনে কর্ণফুলী উপজেলার চারটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য ৭৭,১৮,০০০ টাকা বাজেটের টেন্ডার প্রকাশ করা হয়। এতে পটিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান "নিপা এন্টারপ্রাইজ" কাজের দায়িত্ব পায়। তবে শিকলবাহা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান এবং শিকলবাহা ইউপি ৭নং ওয়ার্ড সদস্য মো. রফিকের বিরোধিতার কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী অপু দাশ জানান, পূর্বের উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ নির্ধারিত স্থান পরিদর্শন করে পাবলিক টয়লেট নির্মাণের নির্দেশ দেন। তবে দখলদারদের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়।
গত ২৩ জানুয়ারি স্থানীয় উপজেলা প্রশাসন অবৈধ দখলকারীদের স্থানটি ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এরপর সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে আনুমানিক সাড়ে তিন শতক জায়গা উদ্ধার করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, কর্ণফুলী থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, পাবলিক টয়লেট নির্মাণের মাধ্যমে বাজার এলাকার স্বাস্থ্যবিধি ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করা যাবে।
No comments:
Post a Comment