আনোয়ারায় ফুটবল মাঠে অশ্লীল নাচের আসর, ক্ষুব্ধ এলাকাবাসী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 January 2025

আনোয়ারায় ফুটবল মাঠে অশ্লীল নাচের আসর, ক্ষুব্ধ এলাকাবাসী

একুশে মিডিয়া, আনোয়ারা প্রতিবেদন:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল খেলার নামে ফসলের মাঠে রাতের আঁধারে অশ্লীল নাচের আয়োজন নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেছেন, যাত্রাপালার মেয়েদের এনে এইসব নাচের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বৈরাগ, চাতরী, এবং জুঁইদন্ডীসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এলাকার প্রভাবশালীরা ফুটবল খেলার নামে রাতের বেলায় এইসব আয়োজন করে রাজনৈতিক নেতাদের অতিথি করে অর্থ আদায়ের ফন্দি করছেন। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিদিন রাতে মাঠে যাত্রাপালার মেয়েদের এনে অশ্লীল নাচ-গান করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, খেলা শুরুর আগে মাইকিং করে যাত্রাপালার মেয়েদের উপস্থিতির খবর প্রচার করা হয়, যা যুবসমাজকে আকৃষ্ট করছে। ফুটবলের নামে এই ধরনের অশ্লীলতা মাঠের পরিবেশ এলাকার সামাজিক ভারসাম্য নষ্ট করছে। একাধিক বাসিন্দা বলছেন, “মাঠে খেলোয়াড়দের খেলা শোভা পায়, কিন্তু এখানে যাত্রাপালার মেয়েদের এনে মূলত দর্শকদের আকৃষ্ট করার ফন্দি করা হচ্ছে। এটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আরও অভিযোগ রয়েছে যে, খেলার পরেও গভীর রাত পর্যন্ত নাচ-গান চলতে থাকে। এতে যুবসমাজের মনোযোগ খেলার চেয়ে অশ্লীলতায় বেশি চলে যাচ্ছে। ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ বলেন, “অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, “যেসব আয়োজক ফুটবল খেলার অনুমতি নিয়ে পরিবেশ সমাজের ক্ষতি করছে, তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, ফুটবলের মতো জনপ্রিয় খেলার সঙ্গে অশ্লীল নাচের কোনো সম্পর্ক নেই। ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages