একুশে মিডিয়া, প্রতিবেদন:
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হাজী ওয়াহেদ আলী বাড়ি সংলগ্ন মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মকসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রধান মেহমান ছিলেন পুঁইছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. হাফেজ শোয়াইব রশীদ মক্কী এবং গণ্ডামারা রহমানিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. হারুন হাফিজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার ও পূর্ব বড়ঘোনা হাজী এহছান আলী বাড়ি একতা সংঘের সভাপতি এম. শওকতুল ইসলাম আজাদ। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী, ব্যাংকার দিদারুল ইসলাম মঞ্জু, এস.এম. ইউসুফ, মাস্টার নাজিম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রবাসী মোজাফ্ফর হোসেন চৌধুরী, রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং ফাউন্ডেশনের সচিব মুহাম্মদ লুৎফর রহমান কোম্পানির সদস্য জিয়াউর রহমান বুলবুল।
এছাড়া উপস্থিত ছিলেন হাজী মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক, ছাত্রনেতা আজগর হোসাইন, আবু সাঈদ এবং আতাউর রহমান।
অনুষ্ঠানে গুণিজন ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
No comments:
Post a Comment