ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৯০ চট্টগ্রামের জেলে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 January 2025

ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৯০ চট্টগ্রামের জেলে

একুশে মিডিয়া ডেস্ক:

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলারসহ ৯০ বাংলাদেশি জেলে নাবিক অবশেষে ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার ( জানুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে পৌঁছান তারা।

বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলার, ‘এফভি লায়লা-এবংএফভি মেঘনা-’- তাদের সঙ্গে ফেরত এসেছে। রোববার ( জানুয়ারি) পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে আটক জেলেদের পারস্পরিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ঘটনার বিবরণ:

গত ডিসেম্বর খুলনার হিরণ পয়েন্টের অদূরে সমুদ্রসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন ৭৮ জন বাংলাদেশি জেলে নাবিক। এরপর তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয় এবং আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে পাঠানো হয়।

আটক ট্রলার দুটি হলো:

এফভি লায়লা-’: এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের মালিকানাধীন। এটি ২৭ নভেম্বর সাগরে যায় এবং ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারে ছিলেন ৪১ জন জেলে। এফভি মেঘনা-’: সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। এটি ২৪ নভেম্বর সাগরে যায় এবং ১৪ ডিসেম্বর ফেরার কথা ছিল। এতে ছিলেন ৩৭ জন জেলে।

ছাড়া, ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যাওয়া বাংলাদেশি মাছ ধরার নৌকাএফভি কৌশিকথেকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি জেলেকেও ভারতীয় কোস্টগার্ড আটক করে। পরে তাদেরও অনুপ্রবেশের অভিযোগে কারাগারে রাখা হয়।

উদ্ধার কার্যক্রম:

দীর্ঘ আলোচনা আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি জেলেদের মুক্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকেও বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা জেলেরা নিরাপদে ঘরে ফিরে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ধরনের ঘটনা রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages