কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগের এক সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরলক্ষ্যা (০৫ নম্বর ওয়ার্ড) নীমতলা এলাকার বাসিন্দা ইদ্রিস সওদাগরের ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা (০৩ নম্বর ওয়ার্ড) এলাকার মো. সোলাইমানের ছেলে মোহাম্মদ মামুন (৩৫), যিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ শরীফ।
No comments:
Post a Comment