এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলা ৪ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল বারবাকিয়া ওসমান একাদশ ও পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দর্শকদের করতালির মধ্য দিয়ে বিকেল ৩:৪৫ মিনিটে খেলা শুরু হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার ২০ মিনিটে ওসমান একাদশের জাফর ইকবালের বানিয়ে দেওয়া বলটি বিদেশি খেলোয়াড় আনাম জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। তবে দুই মিনিট পরই জাফর ইকবাল নিজেই গোল করে দলকে এগিয়ে দেন। এভাবেই খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ওসমান একাদশের অধিনায়ক জাতীয় দলের খেলোয়াড় জাফর ইকবালের চোখধাঁধানো শট পটিয়া মোহামেডানের জালে জড়ালে দলটি ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে দুই দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য জাফর ইকবাল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর, পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর এম.এ, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইউনুচসহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দলীয় সদস্যরা: বারবাকিয়া ওসমান একাদশ: জিয়া (গোলকিপার), বাবু, আলিজ, ওসমান টুরে, রানা, শাকিল, জাফর ইকবাল (অধিনায়ক), আনাস, সোলেমান সিল্লা, হাসান, ইফতেখার মান্না, মামুন, বুলেট, শাকিব, তৌহিদ, জাবেদ, ওযাসিপ।
পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব: জাকারিয়া (গোলকিপার), মোজাম্মেল, ইমন, মুটু, সোহান, আরিফ (অধিনায়ক), জিবলু, ফয়সাল, আশিক, চন্দন, বোকোলা, মাহি, সাজ্জাদ, টিকলো।
No comments:
Post a Comment