বাঁশখালীতে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচী আবারও পরিবর্তন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 February 2025

বাঁশখালীতে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচী আবারও পরিবর্তন

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচী আবারও পরিবর্তন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এটি পর্যন্ত তৃতীয়বারের মতো সময়সূচী পরিবর্তন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনিক নানা কারণে তা সম্ভব হচ্ছে না। এর ফলে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া বারবার বিলম্বিত হচ্ছে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তারা মোহাম্মদ হারুন মোল্লা  জানান, নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে এবং ভোটারদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিষয়ে ভোটারদের যথাযথ তথ্য সরবরাহ করতে স্থানীয় প্রশাসনও কাজ করছে।

নিয়ে নতুন ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বারবার সময়সূচী পরিবর্তনের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন, আবার অনেকে বিষয়টিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি তোলার প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। তাই সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময়সূচীর প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages