তারুণ্যের মেলা ও প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে কর্ণফুলীতে জেলা প্রশাসক ✅ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 February 2025

তারুণ্যের মেলা ও প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে কর্ণফুলীতে জেলা প্রশাসক ✅

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রাম জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে, আমরা প্রত্যেকে বিশ্বাস করি সে যাত্রায় আমাদের প্রিয় বাংলাদেশ পথ হারাবে না। আমরা উন্নয়নের মহাসড়কে থাকব, তবে এজন্য আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে।"

১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজুর যৌথ সঞ্চালনায় কর্ণফুলীতে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কর্ণফুলী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, শহীদ মিনার উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধন শেষে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমরা যে আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেটি অত্যন্ত কঠিন কাজ। বলা হয়, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের নতুন প্রজন্ম যে মুক্তির পথ দেখিয়েছে, তা যেন আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি।"

সারা দেশে চলমান 'অপারেশন ডেভিল হান্ট' সম্পর্কে তিনি বলেন, "শয়তানকে দমন করার অভিযান অব্যাহত থাকবে। তবে কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দিয়েছি, যাতে নিরীহ কোনো ব্যক্তি শিকার না হন।"

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ, কর্ণফুলী সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন সিয়াম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, সদস্য সচিব মোহাম্মদ ওসমান, কর্ণফুলী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলামসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সম্মাননা সহায়তা প্রদান: জেলা প্রশাসক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২৪-এর আহতদের সম্মাননা প্রদান করেন। এছাড়া, বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহ প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের দোকান গাভী প্রদান করা হয়।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages