একুশে মিডিয়া, কক্সবাজার প্রতিবেদন:
কক্সবাজার বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এক্স-রের মাধ্যমে তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃত দুই নারী হলেন টেকনাফ উপজেলার হ্নীলার জিম্মনখলী এলাকার উম্মে জমিলা (২৪) ও উম্মে হাবিবা (১৮)। তারা সম্পর্কে আপন বোন।
ডিএনসির কর্মকর্তা দিদারুল আলম জানান, ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে তারা পেটে করে ইয়াবা বহন করছিলেন। বিমানবন্দরে সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, উম্মে জমিলার পেটে ২ হাজার ও উম্মে হাবিবার পেটে ২ হাজার পিস ইয়াবা রয়েছে।
এক্স-রেতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে জমিলার পেট থেকে ১ হাজার ও হাবিবার পেট থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ঢাকায় অবস্থানরত জমিলার স্বামীকেও আটক করা হয়েছে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।
No comments:
Post a Comment