কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলা ওলামা লীগের সভাপতি ডাঃ মাওলানা মুহাম্মদ ইউনুছ অহিদী (৬৫) গ্রেপ্তার করছেন পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) কর্ণফুলী থানার শিকলবাহা আদর্শ পাড়া এলাকার আট নম্বর ওয়ার্ডের ফোরকান মাস্টার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলী আহমদের পুত্র। কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মুহাম্মদ শরীফ জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment