একুশে মিডিয়া:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খেলাফত মজলিস শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশন সম্পন্ন হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি, শনিবার, উপজেলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অধিবেশনটি সদ্য বিদায়ী সভাপতি মাওলানা রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটিতে ২০২৫-২৬ সেশনের সভাপতি পদে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ ছাদুর রশিদ সেলিম।
অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ হলেন: সভাপতি: মাওলানা রফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক: মাওলানা হাফেজ ছাদুর রশিদ সেলিম (মুহাম্মদ ছাদুর রশিদ)
সহ-সভাপতি: মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক: সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ ইউনুস, হাফেজ খোবাইব (মুহিউস সুন্নাহ মাদ্রাসা), বায়তুলমাল সম্পাদক: মাওলানা মাকসুদুল করিম, সহকারী বায়তুলমাল সম্পাদক: মাওলানা মুজিবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক: নোমান মাহমুদী, ওলামা বিষয়ক সম্পাদক: মাওলানা উসমান, দাওয়া বিষয়ক সম্পাদক: মাওলানা জুনাইদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: হাফেজ আইয়ুব, অফিস সম্পাদক: আহমদুল হক, প্রচার সম্পাদক: মাওলানা মাহমুদুল ইসলাম।
খেলাফত মজলিস বাঁশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটিকে "আমাদের বাঁশখালী" পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ ও অভিনন্দন জানানো হয়।
এছাড়াও, পূর্ব বড়ঘোনা হাজী এহছান আলীর একতা সংঘের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
No comments:
Post a Comment