সাইদ সাজু, তানোর থেকে:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেছেন, ধনী-দরিদ্র, সবল-দুর্বল ও সুস্থ-অসুস্থ সবার জন্য সমতার নীতি বজায় রাখার নির্দেশনা সকল ধর্মেই রয়েছে। একজন মানুষ কখনোই শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। কিছু না কিছু সমস্যা থাকেই। এই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। ইসলামেও বিশেষ সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য বিশেষ সম্মানের বিধান রয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর তানোরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা চিরকালই সমাজে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছেন। অথচ প্রতিটি ধর্মীয় নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের তুলনায় তাদের প্রতি বিশেষ অগ্রাধিকার দেওয়া উচিত। যেকোনো বিপদ-আপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থাসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এভাবে তাদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও সেক্রেটারি ডিএম আক্কাছ আলী। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment