ঝুঁকিপূর্ণ মগনামা লঞ্চঘাট: দুর্ঘটনার আশঙ্কায় কুতুবদিয়া-পেকুয়া যাত্রীরা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 23 April 2025

ঝুঁকিপূর্ণ মগনামা লঞ্চঘাট: দুর্ঘটনার আশঙ্কায় কুতুবদিয়া-পেকুয়া যাত্রীরা

এইচ. এম. শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার পেকুয়া থেকে কুতুবদিয়া এবং কুতুবদিয়া থেকে পেকুয়া পারাপারের একমাত্র নৌপথ মগনামা লঞ্চঘাটের জেটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কক্সবাজার জেলা পরিষদের অধীনে প্রায় ২০ বছর আগে মগনামা লঞ্চঘাটের জেটি সংস্কার করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে জেটির রেলিংগুলো ভেঙে পড়ছে, পলেস্তারা উঠে যাচ্ছে, এবং মূল গ্রাউন্ডসহ শেষ প্রান্তটি একেবারে নাজুক অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, "এই জেটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পেকুয়া থেকে কুতুবদিয়া পারাপার করে। সরকার এখান থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও জেটির উন্নয়নে কোনো উদ্যোগ নেই।"

তিনি আরও জানান, জেটির শেষ প্রান্তে ফিশিং বোট নোঙর করে, যেখান থেকে মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এই মাছ ওঠানামার কারণে জেটির ক্ষতি আরও দ্রুত হচ্ছে।

মগনামা লঞ্চঘাটের ইজারাদার যুবদল নেতা নুরুল ইসলাম বলেন, “প্রতিদিন রেলিং ভেঙে যাচ্ছে, সিঁড়িগুলো ঝুঁকিপূর্ণ, এবং পুরো জেটির কার্পেটিং উঠে গেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আসিফ মাহামুদ বলেন, “মগনামা লঞ্চঘাটটি জেলা পরিষদের মালিকানাধীন। কোনো ধরনের মেরামত বা সংস্কার করতে হলে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। তারা অনুমোদন দিলে আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা নেব।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই অবহেলা দূর করে অবিলম্বে মগনামা লঞ্চঘাটটি পুনঃসংস্কার করে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages