শিমুল দে, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযানে গেলে, একদল রিকশাচালক এর প্রতিবাদে সংঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। চালকরা নিয়ম অমান্য করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পুলিশের অভিযানে চালকরা একত্রিত হয়ে হামলার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের ছত্রভঙ্গ করে।
তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসে ট্রাফিক পুলিশের অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এই অভিযান নিয়মিতভাবে চলবে।
No comments:
Post a Comment