মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি দোকানের মালিককে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। অভিযানে তাকে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আরেক আসমার জয়, যিনি তার নেতৃত্বে একটি সেনাদল নিয়ে উপস্থিত ছিলেন।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল, গণমাধ্যম কর্মী, এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কের পাশে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল এবং জনদুর্ভোগ বাড়াচ্ছিল। এসব স্থাপনা উচ্ছেদ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment