ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশপ্রহরীর মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 23 April 2025

ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশপ্রহরীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের হামদহ আল হেরা মোড়ে ট্রাকচাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশপ্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তরপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আল হেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সময় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages