ভোটার হালনাগাদে ২৩ লাখ মৃত ভোটার কর্তন, যুক্ত হলো ৬৩ লাখ নতুন ভোটার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 26 April 2025

ভোটার হালনাগাদে ২৩ লাখ মৃত ভোটার কর্তন, যুক্ত হলো ৬৩ লাখ নতুন ভোটার

একুশে মিডিয়া, প্রতিবেদন:

বাড়ি বাড়ি গিয়ে পরিচালিত ভোটার হালনাগাদ কার্যক্রমে ২৩ লাখেরও বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৬৩ লাখ নতুন ভোটার।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান হালনাগাদ কার্যক্রমে এখন পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৯৪ জন। এদের মধ্যে ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জনের ছবি তোলা আঙুলের ছাপ গ্রহণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, মৃত্যুবরণ করায় মোট ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তনকৃতদের মধ্যে পুরুষ ১৪ লাখ হাজার ৭২ জন, নারী লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩২৬ জন রয়েছেন।

ভোটার হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের জুন মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তবে চূড়ান্ত তালিকায় কিছু সংখ্যায় অল্প পরিবর্তন আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages