মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্যাকেটের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা এবং সিভিল সার্জন অফিসের অনুমোদিত লাইসেন্স না থাকায় "মা বাবার দোয়া বেকারি"কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment