মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর বেনু মাধব দে বলেছেন, পৃথিবীতে জ্ঞানচর্চার মতো মহৎ কাজ আর কিছু নেই। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেই জ্ঞানচর্চার স্থান, যার পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি ও ব্যবসা থেকে মুক্ত রাখতে হবে। মেধাবীদের বৃত্তি প্রদান তাদের সম্মানিত করার এক সুন্দর উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে এমন উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতিযোগিতা আমাদের নিয়ম-কানুন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। নারী শিক্ষা পিছিয়ে পড়ছে, নারীদের নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হতে সচেষ্ট হতে হবে।
মোবাইল প্রযুক্তি সম্পর্কে তিনি বলেন, এর সদ্ব্যবহার শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ; ভবিষ্যতে শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমেই শিক্ষা অর্জন করবে।
১০ মে (শনিবার) দুপুরে বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাতা কৃষিবিদ ও আমেরিকা প্রবাসী আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজমুন মাহফুজ, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী সানু, ইয়াছমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মাছউদ চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, ফেরদাউসুল ইসলাম খাঁন, আবুল কাশেম (ম্যাক), শফি উল্লাহ খান ও খায়ের ইবনে সাঈদ।
প্রভাষক সাদিয়া ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ খালেদ মাহমুদ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment