পরিচ্ছন্ন ভালুকা কার্যক্রমের অংশ হিসেবে গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 3 May 2025

পরিচ্ছন্ন ভালুকা কার্যক্রমের অংশ হিসেবে গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায়পরিচ্ছন্ন ভালুকাকার্যক্রমের অংশ হিসেবে গণপরিচ্ছন্নতা বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ( মে) সকালে ভালুকা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণে একটি ঔষধি গাছ রোপণ করা হয়। এরপর শুরু হয় একযোগে পরিচ্ছন্নতা অভিযান, যেখানে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ভালুকা প্রেসক্লাব থেকে বাসস্ট্যান্ড হয়ে ডিগ্রি কলেজ পর্যন্ত নির্ধারিত ১০টি পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সময় মহাসড়কের পাশে ৫০০টিরও বেশি বনজ, ফলজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল, স্বেচ্ছাসেবক দল নেতা তিয়াস মাহমুদ শুভ, রাফি উল্ল্যাহ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘পরিচ্ছন্ন ভালুকাকার্যক্রমের আওতায় ইতোমধ্যে হবিরবাড়ি এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার করা হলো। পুরো উপজেলায় দুই লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages