চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে সড়কের মাটি ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়, যা এখনো সংস্কার হয়নি।
এ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১১৬টি পরিবারের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় পাহাড়ি ঢলের পানির সাথে সড়কের বেলে মাটি ধসে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্থানীয়রা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
এছাড়া প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পাহাড়ি পানি সরাসরি সড়ক দিয়ে প্রবাহিত হয়। ফলে প্রতিনিয়ত মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
এ বিষয়ে দোহাজারী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “আশ্রয়ন প্রকল্পের সড়কটি সংস্কারের জন্য অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”
No comments:
Post a Comment