মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুরে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের সোনায়ছড়ি এলাকায় আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব'র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে দুটি ডাম্পার এবং একটি এস্কাভেটর।
আটককৃতরা হলেন-
১. মোহাম্মদ আবদুর রহমান (৩৮), পিতা: সেলিম মিয়া।
২. মোহাম্মদ রাশেদ মিয়া (৪৫), পিতা: হান পুরিয়া।
৩. মোহাম্মদ আবদুল আলীম (৫৫), পিতা: মৃত বাদশা মিয়া।
৪. মোহাম্মদ নুরুল আমিন (৪০), পিতা: জাফর আহমদ।
৫. মোহাম্মদ জাহাঙ্গির আলম (৪২), পিতা: নাজা মিয়া।
তারা সবাই ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মিতভাবে ফসলি জমির টপ সয়েল কেটে তা বিভিন্ন ইটভাটায় পাচার করে আসছে। তাদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। আটককৃত ব্যক্তিরাই এসব কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চন্দনাইশ আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটা ও অন্য যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment