সাইদ সাজু, তানোর (রাজশাহী) থেকে:
তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১:৩০টায় মাদ্রাসার হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি এম এ মালেক মন্ডল, যিনি তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়রপ্রার্থী। তার বাড়ি আমশো মহল্লায়। সভা সঞ্চালনা করেন মাদ্রাসা সুপার মো. মনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (জানেআলম), এবং অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও সমাজসেবক মো. মনসুর সরদার।
সভায় শিক্ষক, কর্মচারী, শিক্ষানুরাগী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি এম এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক ও কর্মচারীরা।
সভাপতি তার বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
No comments:
Post a Comment