লোহাগাড়ায় উদ্ধারকৃত চোরাই ৬ গরু মালিকদের কাছে হস্তান্তর - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 15 May 2025

লোহাগাড়ায় উদ্ধারকৃত চোরাই ৬ গরু মালিকদের কাছে হস্তান্তর

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের জটিকা অভিযানে উদ্ধারকৃত চোরাই ৬টি গরু আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে থানা হেফাজত থেকে গরুগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

গরুর মালিকরা হলেন

আকতার হোসাইন, পিতা মৃত মদন আলী, গ্রাম: মাওলাপাড়া, ইউনিয়ন: ১১নং পুঁইছড়ি, বাঁশখালী উপজেলা। তার গোয়ালঘর থেকে চুরি হওয়া ৪টি গরু (২টি গাভী ২টি বাছুর) উদ্ধার হয়।

হামিদুর রহমান (৩২), পিতা মৃত শাহ আলম, একই ইউনিয়নের বাসিন্দা। তিনি ফিরে পেয়েছেন তার চুরি হওয়া ২টি বাছুর।

গরু মালিকরা আবেগাপ্লুত হয়ে জানান,

মে রাতে গরুগুলো চুরি হওয়ার পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। পরে সংবাদমাধ্যম বাঁশখালী থানা সূত্রে জানতে পারি, লোহাগাড়া থানা পুলিশ চোরাই গরু উদ্ধার করেছে। দ্রুত থানায় এসে গরুগুলো শনাক্ত করি এবং আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো ফেরত পাই।

উল্লেখ্য, মে দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি সন্দেহজনক গরুবোঝাই গাড়িকে ধাওয়া করে দোহাজারী হাইওয়ে থানার সহযোগিতায় লোহাগাড়া থানা পুলিশ আটক করে। সময় ৬টি গরু, একটি গরুবোঝাই গাড়ি, একটি দেশীয় তৈরি বন্দুক এবং জন চোর আটক করা হয়।

ওসি আরিফুর রহমান জানান,

নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমরা এই অভিযান চালাই। উদ্ধারকৃত গরুগুলো এতদিন আদর-যত্নে থানা হেফাজতে ছিল। আদালতের নির্দেশে এগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। জনস্বার্থে চোর অপরাধীদের বিরুদ্ধে লোহাগাড়া থানা সবসময় প্রস্তুত।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages