আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় নির্মাণাধীন ভবনের ৫তলার ছাদ থেকে পড়ে আব্দুল হালিম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম নওগাঁ জেলার সাপাহার থানার গোয়ালা গ্রামের আব্দুল ইউসুফের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের সময় হঠাৎ করে সহকর্মীদের চিৎকার শুনে সবাই দৌড়ে গিয়ে দেখেন আব্দুল হালিম নিচে পড়ে গেছেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
সহকর্মীদের ভাষ্যমতে, তারা এক মাস ধরে মাদ্রাসায় ৫তলা ভবনের নির্মাণকাজে নিয়োজিত। অসাবধানতাবশতই হালিম ছাদ থেকে নিচে পড়ে যান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী সেলিম আহমেদ জানান, নওগাঁ জেলার এক ঠিকাদার সাব-কন্ট্রাক্টে ভবনের নির্মাণকাজ করছেন এবং তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। ঘটনাটি শুনে তিনি হতবাক হন।
তবে মাদ্রাসার কোনো শিক্ষক বা কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তারা জানান, “সবকিছু পুলিশ জানে, তাদের কাছে জানুন।”
মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
No comments:
Post a Comment