চন্দনাইশের বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 14 May 2025

চন্দনাইশের বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ রবিউল হোসাইন এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন

১২ মে ২০২৫, সোমবার চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে অনুমোদনের কথা জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, এই এডহক কমিটি কমিটি গঠনের তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকবে এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন:

সভাপতি: মোহাম্মদ রবিউল হোসাইন।

শিক্ষক সদস্য: গোপাল বিশ্বাস।

অভিভাবক সদস্য: মোহাম্মদ কামাল উদ্দিন।

সদস্য সচিব: প্রধান শিক্ষক .এইচ.এম সৈয়দ হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রবিউল হোসাইন বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি শিক্ষা অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় নেতৃত্বের সার্বিক সহযোগিতা কামনা করছি।

কমিটিতে রবিউল হোসাইনকে সভাপতি মনোনয়ন দেওয়ায় বরমা বরকল ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages