কর্ণফুলীতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 June 2025

কর্ণফুলীতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে মাদক সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) এবং শনিবার (২২ জুন) কর্ণফুলী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইয়াবা, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসবিরোধী মামলার এক আসামিকে আটক করা হয়।

কর্ণফুলী থানা পুলিশের তথ্য অনুযায়ী,
২১ জুন বিকেল সাড়ে ৪টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দ্যারটেক এলাকার রামিসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের সড়ক থেকে ৪০ পিস ইয়াবাসহ ইদ্রিস (৪৩), পিতা: অজ্ঞাত, সাং: চরলক্ষ্যা ১নং ওয়ার্ডনামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬() সারণির ১০() ধারায় মামলা রুজু করা হয়েছে।

একই দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মেডিকেল রোড এলাকা থেকে পেয়ার আহমদ (৫১), পিতা: অজ্ঞাতনামে আরও একজন মাদক ব্যবসায়ীকে কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬() সারণির ১৯() ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, ২২ জুন চরলক্ষ্যা ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার একজন সক্রিয় সদস্য তাসকিন সাকিবকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ()///১০ ধারায় গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একটি মামলা ছিল এবং সে পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন,

মাদক সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত তিনজনকেই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages