একুশে মিডিয়া ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাজারে অবস্থিত ‘শাহ্ আশরাফ আলী নিউ পুষ্প বিতান’-এর মালিক মোহাম্মদ এহছান তাঁর প্রিয় পোষা বিড়ালটি হারিয়ে গভীরভাবে মর্মাহত।
গত ১৪ জুলাই ২০২৫, রোববার সকাল থেকে তিনি তার শখের বিড়াল ‘ওরি’কে খুঁজে পাচ্ছেন না। দোকানের ভেতরেই প্রায় সময় কাছে রেখে আদর-যত্নে লালনপালন করতেন ইতালিয়ান জাতের এই বিশেষ বিড়ালটি। প্রায় দেড় বছর আগে শখ করে তিনি বিড়ালটি ক্রয় করেন।
তিনি জানান, ঐদিন সকালে দোকানে বিড়ালটিকে রেখে বাইরে কিছুক্ষণের জন্য গেলে ফিরে এসে আর খুঁজে পাননি। ধারণা করা হচ্ছে, কেউ দোকান থেকে বিড়ালটি চুরি করে নিয়ে গেছে অথবা বিড়ালটি পথ হারিয়ে কোথাও চলে গেছে। ইতোমধ্যে আশেপাশে খোঁজ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
এহছান বলেন, “ওরি ছিল আমার পরিবারের এক সদস্যের মতো। তাকে ছাড়া আমি গভীর শূন্যতা অনুভব করছি। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি বিড়ালটির সন্ধান দিয়ে সহযোগিতা করেন, তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।”
যদি কেউ বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে:
মোহাম্মদ এহছান: 01822-308442, 01814-329380
No comments:
Post a Comment