ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় ১৮ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে ফাহিমা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, দুপুরে তিনি ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় হাসিমুখে বাসায় ফিরে আসেন। কিন্তু রাতে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত ফাহিমা বেগম নোয়াখালীর সল্যাঘাটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী।
ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, "ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে, এটি নিছক আত্মহত্যা, না কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।
No comments:
Post a Comment