একুশে মিডিয়া:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান - ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিন একটি সবুজ পৃথিবী” পরিবেশ রক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যে মইনীয়া যুব ফোরাম, বাঁশখালী’র উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে এমন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও সচেতনতা লক্ষ্য করা গেছে।
বৃক্ষরোপণ কর্মসূচি ২০ জুলাই (রোববার) বিকালে বাঁশখালী ডোংরা চৌমুহনীস্থ মইনীয়া সাইফীয়া নূর মোহাম্মদীয় মডেল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আতিকুল্লাহ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইফতিখারুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মইনীয়া সাইফীয়া নূর মোহাম্মদীয় মডেল মাদ্রাসার সভাপতি মোঃ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ নাঈম উদ্দিন হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, মিজবাহ উদ্দীন, জিহান চৌধুরী, নবাব আলী, হাফেজ হাসান, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম, রাসেল, আরফাত, মাহিম, মিরাজসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব নিয়ে বক্তব্যে অতিথিরা বলেন, “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পেতে আমাদেরকে প্রতিদিন আরও বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং একটি সবুজ পরিবেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার। মইনীয়া যুব ফোরাম এই দিক থেকে সচেতনতা তৈরি ও কাজ করতে বদ্ধপরিকর।” প্রেস বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment