লোহাগাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 24 July 2025

লোহাগাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণচরম্বা ইউপি থেকে সৈয়দ হোসেন, কলাউজান ইউপি থেকে খোরশেদ আলম ভুট্টো, চুনতি ইউপি থেকে ইয়াছিন মাঝি, পুটিবিলা ইউপি থেকে মো. ইকবাল, আমিরাবাদ ইউপি থেকে মাস্টার জাহাঙ্গীর আলম, পদুয়া ইউপি থেকে লেয়াকত আলী, বড়হাতিয়া ইউপি থেকে মো. ওসমান এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, সনাতনী সম্প্রদায়ের নেতা পলাশ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি দিদার প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে এলাকার সমস্যা উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সভায় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন,

১৬ বছর পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এলাকায় বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা চুনতি বনের মতো একটি বিশ্বস্বীকৃত সম্পদ রক্ষা করতে চাই। মাদক, চুরি, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জনপ্রতিনিধিরা শপথ করে দায়িত্ব নিয়েছেনতাদের সেবা যেন প্রকৃত অর্থেই জনগণের উপকারে আসে। আর্থিক লেনদেনে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন,

কিশোর গ্যাং দমনে সবাইকে সচেতন হতে হবে। দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না। ধর্ষণ বলৎকারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে। বালু, মাটি বা পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রমা সেন্টার প্রসঙ্গে তিনি বলেন,

ট্রমা সেন্টার চালু হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। গ্রাম পুলিশের কার্যকারিতা নিশ্চিত করতে হবে, না হলে নতুন সার্কুলারের মাধ্যমে নতুন নিয়োগ দেওয়া হবে। ভয় নিয়ে দায়িত্ব পালন করা যাবে না।

সভা শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোহাগাড়াবাসীর পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages