রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় শুক্রবার (জুমাবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০০ জনেরও বেশি অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দর্জিপাড়া একতা সংঘ-এর উদ্যোগে আয়োজিত এই মানবিক চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে সেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পটি দর্জিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন বিশিষ্ট শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. যীশু নাথ। তিনি নবজাতক, শিশু-কিশোর, চর্মরোগ, অ্যালার্জি, ডায়াবেটিস, বাতব্যথাসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেন।
ক্যাম্পের উল্লেখযোগ্য সেবাসমূহ ছিল: সম্পূর্ণ ফ্রি খৎনা। ফ্রি রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা। ফ্রি চিকিৎসকের পরামর্শ।
প্রায় ৭০ জন তালিকাভুক্ত রোগীর পাশাপাশি অতিরিক্ত আরও ৩০ জন নাম এন্ট্রির বাইরে থেকেও সেবা নেন। এদের অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। এই মানবিক উদ্যোগে সরাসরি সহযোগিতা করেন: দেলোয়ার মাহমুদ,
প্রজেক্ট হেড, নুরুল ইসলাম হাসপাতাল লিমিটেড। মোঃ নাবেদ,
পরিচালক, স্টার লাইন ডিস্ট্রিবিউশন। অ্যাডভোকেট সাজেদুল ইসলাম। সুশৃঙ্খল ও সফলভাবে ক্যাম্প পরিচালনায় আপ্যায়ন ও স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন:
আলী হাসান মুজাহিদ, আফফান, নাবিদ, আবিরসহ একতা সংঘের অনেক তরুণ সদস্য।
মানবিক সেবায় অংশ নেওয়া ডা. যীশু নাথ বলেন, “দর্জিপাড়ায় এসে দেখতে পেলাম, অনেকে বছরের পর বছর নানা রোগে ভুগছেন, অথচ চিকিৎসা পাননি। আজকের সেবার মাধ্যমে তারা রোগ সম্পর্কে জানতে পারলেন, সচেতনও হচ্ছেন। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।”
দর্জিপাড়া একতা সংঘ জানায়, “এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আশপাশের এলাকার মানুষকে সেবার আওতায় আনতে আরও বৃহৎ উদ্যোগ নেওয়া হবে।”
এটি একটি প্রশংসনীয় ও অনুকরণীয় সামাজিক উদ্যোগ, যা স্বাস্থ্যসেবার প্রান্তিক মানুষদের মাঝে সচেতনতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
No comments:
Post a Comment