এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়ক (এবিসি মহাসড়ক) সংলগ্ন টইটং পরিবার পরিকল্পনা কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রের সামনে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৩টি এলজি অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে পেকুয়া থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ৩নং ব্লকের টুটিয়াখালী পাড়ার এক অস্ত্রকারবারীর কাছ থেকে অস্ত্রগুলো ক্রয় করা হয় এবং তা লক্ষ্মীপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়।
এ ঘটনায় অস্ত্র চক্রটি চিহ্নিত করতে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাজ শুরু হয়েছে।
বর্তমানে আটককৃতরা পেকুয়া থানার হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment