রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২,১০০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার ও একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (৬ আগস্ট) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র আব্দুল করিম (৩৫)
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগর ৫ নম্বর ওয়ার্ডের আবু আহমদের পুত্র নুরুন্নবী (৪৬), পেশায় গাড়ি চালক
একই থানার ইছাখালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র শেখ আলম (৩৫), পেশায় হেলপার
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নির্দেশনায় এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চুনতি ফরেস্ট অফিস এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়। এসময় কারের ভেতর থেকে ২,১০০ পিস ইয়াবাসহ আব্দুল করিমকে আটক করা হয়।
অন্যদিকে, আধুনগর বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ড্রাইভার নুরুন্নবী ও হেলপার শেখ আলমকে আটক করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও ট্রাক জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পরে বুধবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment