কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ইউনিয়নবাসী প্রতিবাদ সভা করেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় শিকলবাহা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তার জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। বক্তারা বলেন, জনপ্রিয় ও জনভিত্তি সম্পন্ন এই জনপ্রতিনিধিকে হেয়প্রতিপন্ন করতেই একটি মহল মিথ্যা তথ্যের ভিত্তিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে।
তারা আরও জানান, কিছু দুষ্টচক্র পরিকল্পিতভাবে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে ইউনিয়নবাসী ভবিষ্যতে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বক্তারা এ সময় সকলকে এসব ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রকৃত জনপ্রতিনিধিকে সমর্থন দিয়ে ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৪ জুন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এরপরই কিছু মহল এর বিরুদ্ধে মানববন্ধন, মূল ফটকে তালা দেওয়া এবং কাঁটা ঝুলানোর মতো ঘটনা ঘটায়।
পরবর্তীতে, ১৭ জুন জেলা প্রশাসন জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ইউএনওকে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়। তবে, ১৮ জুলাই হাইকোর্টের আদেশে পুনরায় দায়িত্ব ফিরে পান জাহাঙ্গীর আলম।
ইউনিয়নবাসীর অভিযোগ, আদালতের আদেশের পরও একটি পক্ষ তাকে মেনে নিতে পারছে না বলেই অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
No comments:
Post a Comment