সাতকানিয়ায় বিধিবহির্ভূত চিকিৎসা কার্যক্রম, দুই পল্লী চিকিৎসককে অর্থদণ্ড - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 6 August 2025

সাতকানিয়ায় বিধিবহির্ভূত চিকিৎসা কার্যক্রম, দুই পল্লী চিকিৎসককে অর্থদণ্ড

মোহাম্মদ ফরিদ, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিধিবহির্ভূতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দুই পল্লী চিকিৎসককে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( আগস্ট) সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের এহসান হাবীব এবং ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসককে দণ্ড প্রদান করা হয়।

অভিযোগ ছিলকোনো ধরনের বৈধ ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা নিজেদের জটিল কঠিন রোগের বিশেষজ্ঞ হিসেবে প্রচার করতেন এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। তারা অপারেশন করতেন, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী ওষুধ ব্যবহার করতেন, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সকল অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে প্রত্যেকে ৫০,০০০ টাকা করে মোট লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে ধরনের অনিয়মে জড়িত না হওয়ার অঙ্গীকারনামাও গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান

সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল, সাতকানিয়া থানা পুলিশ আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages