রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল।
শুক্রবার বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল থেকে শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত চলে।
এ বছর মাহফিল শুরু হবে ৪ সেপ্টেম্বর এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতের ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে। এবারের আয়োজনের আনুমানিক বাজেট প্রায় ১০ কোটি টাকা ধরা হয়েছে।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী।
এছাড়া বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য কাজি আরিফুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজসহ আরও অনেকে।
সভায় মাহফিলের সূচি, আয়োজনে গৃহীত নানা পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিস্তারিত প্রস্তুতির তথ্য তুলে ধরা হয়।




No comments:
Post a Comment