লোহাগাড়ায় অনলাইন নাগরিক সেবা চালু করলো উপজেলা প্রশাসন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 31 August 2025

লোহাগাড়ায় অনলাইন নাগরিক সেবা চালু করলো উপজেলা প্রশাসন

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নাগরিকদের ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সকল ধরনের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। লক্ষ্যে চালু হতে যাচ্ছে আমার লোহাগাড়া ডট কম নামে একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন-

ওয়ারিশ সনদ।

পারিবারিক সনদ।

নাগরিক সনদ।

চারিত্রিক সনদ।

অবিবাহিত সনদ ও প্রত্যয়নপত্রসহ সকল নাগরিক সেবার জন্য। এর ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে ভোগান্তি থেকেও মুক্তি মিলবে।

রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আগামী সোমবার সেপ্টেম্বর ২০২৫ থেকে ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হবে।

ইউএনও সাইফুল ইসলাম আরও বলেন, অপরাধ দমন সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ইভটিজিং, মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন- যেসব ইউপি সদস্যরা তাদের এলাকার অপরাধীদের তথ্য গোপন রাখবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের শৃঙ্খলা প্রসঙ্গে ইউএনও জানান, সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী অযথা বাইরে ঘোরাফেরা কিংবা রাত ৮টার পর টার্পে খেলাধুলা করতে পারবে না। এই বিষয়গুলো তদারকি করবে গঠিত কমিটির সদস্যরা। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের মেজর মুহাম্মদ রাঈম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক মাওলানা কাজী নুরুল আলম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ দাশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক জহির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages