মোল্লাহাটে চেয়ারম্যান উজির আলী ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 31 August 2025

মোল্লাহাটে চেয়ারম্যান উজির আলী ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৩নং গাংনী ইউনিয়নের চেয়ারম্যান উজির আলী প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিবর্তে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন- সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভিজিডি-ভিজিএফ কার্ড বণ্টনে অনিয়ম, বয়স্ক বিধবা ভাতা নির্ধারণে স্বজনপ্রীতি, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের অপব্যবহার, কাজের গুণগত মান নষ্ট করা, সরকারি টিউবওয়েলের নামে টাকা নিয়ে টিউবওয়েল না দেওয়া।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং কৃষকরা হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশ নেন। স্লোগানের মাধ্যমে তারা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের দাবি জানান।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালিত হলে জনগণ কখনোই প্রাপ্য সেবা পাবে না।

তারা অবিলম্বে বর্তমান চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন- দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতি স্বজনপ্রীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages