মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঝন্টু বিকাশ চাকমা। গত ১ সেপ্টেম্বর সোমবার তিনি চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নতুন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা ও বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্বও পালন করবেন।
৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ঝন্টু বিকাশ চাকমা এর আগে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের সন্তান। খেদারমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
চন্দনাইশের ৩৪তম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করে ঝন্টু বিকাশ চাকমা বলেন, “জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হবে। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়া আমার প্রথম অঙ্গীকার। জনগণ চাইলে সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলতে পারবেন।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা বজায় রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন।




No comments:
Post a Comment