মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 2 September 2025

মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জেলা প্রশাসকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত নভেম্বর মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) কামরুল ইসলাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল ইসলাম। তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার সমস্যা, সম্ভাবনা উন্নয়নের চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ সমাধানের আশ্বাস প্রদান করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages