বাঁশখালীতে খাজা গরীবে নেওয়াজের আশেক মোক্তার ফকিরের আস্তানায় ১৬তম মাহফিল শনিবার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 25 February 2021

বাঁশখালীতে খাজা গরীবে নেওয়াজের আশেক মোক্তার ফকিরের আস্তানায় ১৬তম মাহফিল শনিবার

একুশে মিডিয়া, রিপোর্ট:

বাঁশখালী উপজেলার কালীপুরস্থ কোকদন্ডী  রামদাশ মুন্সির হাট (কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে) হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশ্তী (রহঃ) এর আশেক মোক্তার ফকিরের আস্তানা পাক- ১৬তম ঈসালে সওয়াব মাহফিল ও ফাতেহা শরীফ শনিবার (২৭ ফেব্রুয়ারী ২০২১ ইং, ১৪ রজব ১৪৪২ হিজরী, ১৪ ফাল্গুন ১৪২৭ বাংলা)

সময় সূচী: সকল ১০টায়-খতমে কোরআন, বাদে জোহর- ফাতেহা শরীফ, বাদে-আছর হইতে-মাহফিল শুরু, রাত ১০টায় আখেরী মুনাজাত।

বেরাদ্বানে ত্বরিকত,
আস্সালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহ,
আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে বাঁশখালী উপজেলার অন্তরগত রামদাশ মুন্সির হাট (কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে) হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশ্তী (রহঃ) এর আশেক মোক্তার ফকিরের আস্তানা পাক- প্রতিবারের ন্যায় বছরও উপরে উল্লেখিত তারিখেঈসালে সওয়াব মাহফিলঅনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ্।
উক্ত মাহফিলে বিশ্ব অলী কূলের সম্রাট হযরত খাজা গরীবে নেওয়াজের আশেক ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে রূহানী ফয়েজ হাছিল করুন।



নিবেদক:
খাজা গরীবে নেওয়াজ এর আশেক মোক্তার ফকিরের খেলাফত প্রাপ্ত
শাহাজাদা মোহাম্মদ ইদ্রিস (০১৮১৪-১৪৫৯৮৬)

বিজ্ঞপ্তি

একুশে মিডিয়া/এমএসএ

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages