চট্টগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 25 June 2021

চট্টগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা

একুশে মিডয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল  টুর্নামেন্টের চট্টগ্রাম দক্ষিণ জোনের ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার জয়। শুক্রবার (২৫ জুন) বিকাল ৩.৩০ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোকাবেল করেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বনাম পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলার শুরু থেকেই  নিয়ন্ত্রন নিয়ে নে বাঁশখালী টিম,ফলে অধিকাংশ সময়ই প্রতিপক্ষে ডি বক্সে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করেন বাঁশখালী উপজেলা  ক্রীড়া সংস্থা ফুটবল টিম। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত ভাবে ০-০ গোলে ড্র হওয়ার ফলে ট্রাইবেকারে গড়াই দক্ষিণ জোনের ফাইনাল খেলাটি।

শেষ পযন্ত বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের দারুণ ট্রাইবেকার শটে ৩-০ গোলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে কাঙ্খিত ফাইনাল খেলার গৌরব অর্জন করেনে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টিম। খেলা উপভোগ করতে ও খেলোয়াড়দে উৎসাহ প্রদান করতে মাঠে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরী সহ আয়োজন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটিয়া  উপজেলা  ক্রীড়া সংস্থার সাথে লাভ করে ফাইনাল খেলার গৌরব  অর্জন করায় বাঁশখালী  ক্রীড়া সংস্থা ফুটবল  টিমকে অভিনন্দন জানিয়েছেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোঃ সাইদুজ্জামান চৌধুরী।

 

 

 

বৃহস্পতিবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages