আরব দেশে তারাবীহ'র নামাজে চট্টগ্রামের হাফেজরা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 April 2023

আরব দেশে তারাবীহ'র নামাজে চট্টগ্রামের হাফেজরা

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া
সৌদি আরবের বিভিন্ন মসজিদে তারাবীহ' নামাজ পড়াচ্ছেন  চট্টগ্রামের অনেক নামকরা হাফেজ কয়েক ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের হাফেজরা সুনামের সহিত ইমামতি করছেন একইসাথে তম পবিত্র রমজান মাসে তারা তারাবীহ' নামাজও পড়াচ্ছেন সৌদি আরবের কয়েকটি মসজিদে তারাবীহ পড়াচ্ছেন এমন চারজন হাফেজের পরিচয় তুলে ধরা হলো লিখেছেন সাঈফী আনোয়ারুল আজীম

 হাফেজ মাওলানা এহসানুল হক:

তিনি সৌদি আরব মাসজিদুর রহমাহ'তে ইমাম হিসেবে নিযুক্ত আছেন তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার  গন্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া থেকে  হিফজ সমাপ্ত করেন এবং হাটহাজারী জামেয়া মঈনুল ইসলাম  থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স শেষ) করেন

হাফেজ রহমত উল্লাহ :

তিনি সৌদি আরবের মাহাইলের মাসজিদুল ফালাহ তে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার গন্ডামারা ইউনিয়নের নং ওয়ার্ড়ের বাসিন্দা তিনি বড়ঘোনা দিদারিয়া নুরুল উলুম মাদরাসা থেকে হিফজ সমাপ্ত করেন এবং চট্টগ্রাম জামেয়া মোজাহেরুল উলুম  মাদরাসা থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন

হাফেজ মাওলানা ইদরীস মুসলেহ :

তিনি সৌদি আরবের মাহাইল এলাকার উসাইদ বিন হুজাইর (রাঃ) জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত আছেন তার বাড়ি  চট্টগ্রামের  চন্দনাইশ উপজেলায়

তিনি দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন

হাফেজ মোহাম্মদ এমদাদ উল্লাহ :

তিনি সৌদি আরব মসজিদে আলী বিন আবি তালিবের ইমাম তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী গ্রামের বাসিন্দা তিনি দোহাজারী আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসা থেকে হেফজ শেষ করে এবং জামিয়া কুরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ মাদরাসা থেকে  উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages