পেকুয়ায় ব্রিজ পারাপারে ছাত্র ছাত্রীদের ঝুঁকি! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 22 May 2023

পেকুয়ায় ব্রিজ পারাপারে ছাত্র ছাত্রীদের ঝুঁকি!

এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি

ই-একুশে মিডিয়া

কক্সবাজার পেকুয়ায় স্কুল,মাদ্রাসা মসজি সহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র পথ পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক গুল্দী টেকপাড়া সাথে উত্তর মেহের নামা স্বতন্ত্র মনিরুল উলুম ইবতেদায়ি মাদ্রাসা হয়ে বারবাকিয়া বাজার,পেকুয়া বানৌজা শেখহাসিনা সড়কের সংযোগ সড়ক

সরজমিনে গিয়ে দেখা যায়- উত্তর মেহের নামা মাদ্রাসা ব্রিজ(তকথক) টি ওঠার সিঁড়ি পাটাতন লোহা উঠে গেছে এবং ঢালার একা অংশ ভেঙে ছিদ্র হয়ে পড়ে আছে স্থানীয় সদর ইউপি ০৬ নং ওয়ার্ডের মেম্বার এম দিদারুল করিম মুঠো ফোনে বলেন-ব্রিজ টি এলাকার জন গুরুত্বপূর্ণ,বিগত১৩ থেকে ১৫ বছর আগে জনগণের যাতায়াতের জন্য সরকারের এল জি আই ডি- অধীনে  ব্রিজ টি তৈরি করেন,কিন্তু এর পরে আর কোন সংস্কার করা হয়নি বড় দুর্ঘটনার আগেই ব্রিজ সংস্কার করে দিতে আহ্বান জানান সংশ্লিষ্ট উদ্ধতর্ন কতৃপক্ষের কাছে মাদ্রাসার পাশের এক ব্যবসায়ী মোঃআবদুল করিম বলেন-মাদ্রাসা মসজিদে আগত ছাত্র ছাত্রী সহ মুসল্লিদের অনেক ভার দুর্ঘটনা ঘটেছে মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অভিভাবকরা আতঙ্ক  থাকেযে কোন সময় হতে পারে দুর্ঘটনা

স্থানীয় উত্তর মেহের নামা এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সাবেক গুল্দী টেকপাড়া জামে মসজিদের খতিব মোঃমৌ:কাইছার হামিদ বলেন-মাদ্রাসা চলার সময় উপস্থিত থাকে উক্ত ব্রিজের পাশে দাঁড়ানো একজন শিক্ষকছোট ছোট ছাত্র ছাত্রীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এই উদ্যোগ রাত হলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই ব্রিজ কারণ পারাপারে একটু এদিক ওদিক হলেই গড়বে দুর্ঘটনা বা মৃত্যুর আশংকা সরকারী সংশ্লিষ্ট উদ্ধতর্ন জনপ্রতিনিধির কাছে ব্রিজ সংস্কার করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ জনগণের যাতায়াতের সুবিধাত্তে ব্রিজ সংস্কারের অনুরোধ জানান সচেতন এলাকা বাসী

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages