একুশে মিডিয়া ডটকম :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও নতুন বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২৪ জুন) সুপ্রিম কোর্ট খুলছে। সেদিন থেকে পুনর্গঠিত এসব বেঞ্চের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোর বিচারকাজ শুরু করার সময় নির্ধারণ করা হয়। গেলো ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।
No comments:
Post a Comment