
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীত্বের পাশাপাশি লিখালিখিও করেন তিনি। তা হয়তো অনেকেরই অজানা। এবার তার লেখা উপন্যাস নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করা হবে। উপন্যাসটির নাম ‘গাঙচিল’। উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম।
‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল বলে জানা গেছে।
জানা গেছে আগামী নভেম্বরে তাঁর নতুন ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান আর ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment