২২ নারী’র অভিযোগ জনসন অ্যান্ড জনসনকে ৪৬৯ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

২২ নারী’র অভিযোগ জনসন অ্যান্ড জনসনকে ৪৬৯ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের বৃহৎ ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগের বিচার শেষে কোম্পানিটিকে ৪৬৯ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির মিসৌরি রাজ্যের আদালত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটির প্রধান পণ্য বেবি পাউডার নিয়ে ৯ হাজার মামলা চলার মধ্যে শুক্রবার সিটি অব সেন্ট লুইসের সার্কিট কোর্ট এ রায় দেন।
আদালতের প্রতিবেদনে বলা হয়, রায়ে ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে ও ৪১৪ কোটি ডলার শাস্তিমূলক জরিমানা হিসেবে ধরা হয়েছে, যার পুরোটাই অভিযোগকারী ২২ নারীকে দিতে হবে।
রায়ের প্রতিক্রিয়ায় অবশ্য জনসন অ্যান্ড জনসন জানায়, এ রায়ে তারা গভীরভাবে হতাশ। কারণ, অত্যন্ত সতর্কতার সঙ্গে বহুবার পরীক্ষার পর এটা প্রমাণিত যে তাদের পণ্যে কোনও দূষণ নেই। অভিযোগের বিরুদ্ধে তারা আপিল করবেন।
৬ সপ্তাহের এই বিচার চলার সময় ওই নারীরা ও তাদের পরিবার আদালতে বলেছেন, কয়েক দশক ধরে কোম্পানিটির তৈরি বেবি পাউডার ও অন্যান্য পাউডার ব্যবহার করার পর তারা জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। অভিযোগকারী ২২ নারীর মধ্যে ছয় জন জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
২২ নারীর আইনজীবীদের অভিযোগ, ট্যালকম পণ্য ‘অ্যাজবেস্টজে’দূষিত বলে জনসন অ্যান্ড জনসন ১৯৭০ এর দশক থেকে জানলেও ঝুঁকির বিষয়ে ভোক্তাদের সতর্ক করেনি।
তবে এর আগে একই অভিযোগের বিচারে কোম্পানিটিকে ৪১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার জুরিরা। পরে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে যায়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages