কুমিল্লায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

কুমিল্লায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন।
শুক্রবার সন্ধ্যায় কাজীপাড়ার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন নীলফামারী জেলার জলঢাকার আজিজুর রহমানের ছেলে ইয়াসিন। অপর নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন সন্ধ্যায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন নির্মাণ শ্রমিক। ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর দুইজনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিল মাহমুদ জানান, মৃত দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages